বিকাশের সার্ভার হ্যাক করে টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪২ এএম, ২৮ আগস্ট ২০১৭

বিকাশের সার্ভার হ্যাক করে টাকা চুরির অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- খোরশেদ, আবুল হোসেন, আরিফুর রহমান, ইকবাল হাসান ও আবদুল হামিদ।

আজ সোমবার ডিবির এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ক্ষুদে বার্তায় আরো জানানো হয়, চক্রটি বিকাশের সার্ভার হ্যাক করে নিজেদের নামে কেনা সিমে বিভিন্ন অংকের টাকা স্থানান্তর করে। দীর্ঘদিন ধরে তারা এই কাজ করে আসছিল।

এ বিষয়ে আজ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে ক্ষুদে বার্তায় জানানো হয়।

এআর/এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।