বন্যায় স্থগিত নির্বাচনের তারিখ ঘোষণা
দেশে ভয়াবহ বন্যার কারণে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের ১৬টি স্থগিত নির্বাচনের তারিখ আবার ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৪ সেপ্টেম্বর ওইসব এলাকায় স্থানীয় সরকারের এই ভোটগ্রহণ হবে।
ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ একথা জানিয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে রোববার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সচিব বলেন, বন্যার কারণে যে নির্বাচনগুলো স্থগিত করা হয়েছিল সেগুলোতে আগামী ২৪ সেপ্টেম্বর ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
জানা যায়, জেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) এসব নির্বাচন হওয়ার কথা ছিল গত ২০ আগস্ট। চট্টগ্রাম জেলার নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন, চারটি ইউপির সাধারণ নির্বাচন, সাতটি ইউপির উপ নির্বাচন, একটি ইউপির চেয়ারম্যান পদে পুনর্নির্বাচন ও জেলা পরিষদের তিনটি ওয়ার্ডের সাধারণ নির্বাচন হওয়ার সময় ২০ আগস্ট নির্ধারিত ছিল।
এইচএস/জেডএ/আরআইপি