বঙ্গভবনে হাসিনা-মোদি


প্রকাশিত: ০৭:০৭ এএম, ০৭ জুন ২০১৫

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তিনি বঙ্গভবনে পৌঁছান। এ সময় রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। এরপর ১২টা ৫৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছান।

বঙ্গভবনে আরো উপস্থিত আছেন বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ ও মন্ত্রিপরিষদের সদস্যরা।

এর আগে মোদি তার সফরের দ্বিতীয় দিন শুরু করেন ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনার মধ্য দিয়ে। সকাল ৮টা ৪২ মিনিটে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান তিনি। সেখানে কিছু সময় অবস্থান করেন, প্রার্থনায় অংশ নেন এবং সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখান থেকে রামকৃষ্ণ মিশনে পৌঁছান ৯টা ৯ মিনিটে। সেখানেও তিনি প্রার্থনায় অংশ নেন এবং সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।

এরপরে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন করেন মোদি। উদ্বোধন শেষে ফিরে আসেন হোটেল সোনারগাঁওয়ে।

বিএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।