মোদি-খালেদার বৈঠকে থাকছেন বিএনপির ৫ শীর্ষ নেতা


প্রকাশিত: ০৬:৪০ এএম, ০৭ জুন ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাতে দলটির ৫ শীর্ষ নেতা উপস্থিত থাকবেন। রোববার বিকাল ৪টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিকেল পৌঁনে চারটায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হোটেল সোনারগাঁয়ে উপস্থিত থাকবেন।

এসময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির তিন শীর্ষ নেতা ও দু’জন উপদেষ্টা উপস্থিত থাকবেন।

এরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, ড. মঈন খান ও বেগম জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।