আরও এক নারী হজযাত্রীর মৃত্যু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২১ এএম, ২৭ আগস্ট ২০১৭

পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশি নারী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। শনিবার সৌদি আবরে মৃত্যুবরণকারী ওই নারীর নাম আছিয়া বেগম (৭৮)।

কুড়িগ্রাম জেলার রাজারহাট গ্রামের বাসিন্দা আছিয়া বেগমের পাসপোর্ট নম্বর বিএম ০৮১৭৫৩৯ ও পিলগ্রিম নাম্বার ৮০৬৯৬০৬। হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে চলতি বছর দুইজন নারী হজযাত্রীর মৃত্যু হলো। এর আগে ১১ আগস্ট রাজধানীর দক্ষিণ খানের বাসিন্দা শরিফা বেগম (৫৪) সৌদি আরবে ইন্তেকাল করেন।

হজ বুলেটিন সূত্রে আরও জানা গেছে, চলতি বছর হজ পালন করতে মোট ২৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও ২ জন নারী হজযাত্রী রয়েছেন। এর মধ্যে ২৩ জন মক্কায় ও মদিনায় ৬ জন মারা যান।

এমইউ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।