বগুড়ায় একটি কলেজের শিক্ষা কার্যক্রম বাতিল
সরকারি আদেশ অমান্য করায় বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজের সকল পর্যায়ের শিক্ষা কার্যক্রম বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠানের ৩ জন শিক্ষককে বিধি পরিপন্থীভাবে বহিষ্কারের ঘটনা এবং এ সংক্রান্ত বোর্ডের আদেশ অমান্য করায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই ৩ জন শিক্ষককে বহিষ্কারের ঘটনায় ইতোপূর্বে রাজশাহী শিক্ষাবোর্ড একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদনে শিক্ষকদের বিধি পরিপন্থিভাবে বহিষ্কার করা হয় বলে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের কাছে বহিষ্কারের সঠিক ব্যাখ্যা চাওয়া হয় বেশ কয়েকবার। কিন্তু, তাদের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এবং বহিষ্কৃত ৩ শিক্ষককে পুনরায় চাকরিতে বহাল না করায় এই শিক্ষা কার্যক্রম বাতিল ঘোষণা করা হয় বলে রাজশাহী বোর্ডের চিঠিতে উল্লেখ করা হয়।
গত ২ জুন স্থগিতের নির্দেশনার এই চিঠি গতকাল শনিবার কলেজ কর্তৃপক্ষের হাতে পৌঁছে।
উল্লেখ্য, ইতোপূর্বে নাশকতা এবং জঙ্গি সম্পৃক্ততার কারণে উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষা কার্যক্রম স্থগিত করেছিল রাজশাহী শিক্ষাবোর্ড। কিন্তু, এরপরেও শিক্ষা বোর্ডের নির্দেশ অমান্য করায় গত ২ জুন ৩/কল/বগ/৯৬৩/৮০ নং স্মারকে বোর্ড থেকে সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এব্যাপারে কলেজের অধ্যক্ষ তছলিম উদ্দিনের সাথে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
লিমন বাসার/এমএএস/এমএস