২৭ ও ২৮ আগস্ট হজ ফ্লাইট পরিচালনার অনুমতি পেল বিমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৬ আগস্ট ২০১৭
ছবি-ফাইল

অবশেষে ২৭ ও ২৮ আগস্ট হজ ফ্লাইট পরিচালনার অনুমতি পেল বিমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের মুখপাত্র শাকিল মেরাজ।

তিনি জানান, শনিবার বিকাল সাড়ে ৫টায় জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ বিমানকে অতিরিক্ত ফি ছাড়াই এ অনুমতি দিয়েছে।

তিনি আরও জানান, বিমানের ২৪টি ফ্লাইট পুরোপুরি বাতিলের কারণে যে ক্যাপাসিটি লস হয়েছে এবং যেসব হজযাত্রী আটকা পড়েছেন, অতিরিক্ত দু’দিন ফ্লাইট পরিচালনা ছাড়া তাদের জেদ্দা পৌঁছানো প্রায় অসম্ভব ছিল। বিষয়টি সৌদি সরকারের পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও সিভিল এভিয়েশনের বিবেচনায় গুরুত্বের সঙ্গে উপস্থাপন করে অতিরিক্ত দু’দিন ফ্লাইট পরিচালনার অনুমতি চাওয়ায় তারা অনুমতি দিয়েছে।

উল্লেখ্য, আজ (২৬ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পূর্ব নির্ধারিত হজ ফ্লাইট শেষ হওয়ার কথা ছিল। আর সাউদিয়া এয়ারলাইন্স ২৮ আগস্ট পর্যন্ত ঢাকা থেকে তাদের নির্ধারিত হজ ফ্লাইট পরিচালনা করবে। শুরু থেকে এ পর্যন্ত সাউদিয়ার চারটি ফ্লাইট বাতিল হয়েছে। আর বিমানের বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ২৪টি।

আরএম/এএইচ/আরআইপি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।