মোদির সঙ্গে ঢাকায় মমতা : কটাক্ষ রাহুলের


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৬ জুন ২০১৫

দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে মোদি ও মমতার এ সখ্যতা মেনে সহজেই নিতে পারছেন না ভারতের জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। মোদি-মমতার সফর নিয়ে কটাক্ষ করেছেন তিনি।

কলকাতায় দলীয় কর্মীদের এক সভায় রাহুল গান্ধী বলেছেন, মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকায় যাননি মমতা ব্যানার্জি, আর মোদির এক ডাকেই চলে গেলেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেই ২০১১ সালে ঢাকা সফরে যাওয়ার কথা ছিল মমতার।

কিন্তু প্রায় শেষ মুহূর্তে সেই সফরে মনমোহন সিংয়ের সফরসঙ্গী হতে অস্বীকার করেন মমতা ব্যানার্জি আর ছিটমহল বিনিময় বা তিস্তার পানি বণ্টন- দুটি বিষয়েরই প্রবল বিরোধিতা শুরু করেছিলেন তিনি।

তার প্রায় চার বছর পরে মমতা ব্যানার্জি এখন ঢাকায় গেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে- যেখানে ছিটমহল আর অপদখলীয় ভূমি বিনিময়ের জন্য স্থলসীমান্ত চুক্তি সই হয়েছে।

সেই প্রসঙ্গ তুলে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী রোবাবর কলকাতায় দলীয় কর্মীদের এক সভায় বলেন, আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে যাওয়ার জন্য মমতা ব্যানার্জিকে অনুরোধ করেছিলেন। তখন তিনি ঢাকা সফরে যেতে অস্বীকার করেছিলেন। কিন্তু এখন মোদির বেলায় আর একলা চলো রে নীতি নেই। এক সঙ্গেই ঢাকায় গেছেন দুজনে।

দলীয় সমর্থকদের উদ্দেশে রাহুল গান্ধীর বক্তব্য, আপনারা সবাই বোঝেন যে কেন এ বন্ধুত্ব- কীসের সখ্যতা দুজনের। রাহুলের ইঙ্গিত ছিল যতোই মুখে বিজেপির বিরোধিতা করুন তৃণমূল কংগ্রেস নেত্রী, তলে তলে দুই দলের বোঝাপড়া চলছে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।