সার্ক বাংলাদেশের ‘গিফট’ : মোদি


প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৬ জুন ২০১৫

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠার প্রস্তাব প্রথমে বাংলাদেশ থেকে দেয়া হয়েছিল। তাই সার্ককে বাংলাদেশের ‘গিফট’ বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
 
তিনি বলেন, বাংলাদেশের কারণেই সার্কভুক্ত দেশসমূহ আজ নিজেদের মধ্যে আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এর সবই বাংলাদেশের কল্যাণে।
 
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার জন্য সার্কের কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাবটি প্রথম দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
 
এআর/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।