ফারজানা আদর্শ শিক্ষক হতে চায়


প্রকাশিত: ০২:১১ পিএম, ০৬ জুন ২০১৫

আগ্রহ থাকলে সবই সম্ভব। দারিদ্রতা সেই ক্ষেত্রে কোনো সমস্যা নয়। আর সেটাই প্রমাণ করেছে পাবনার ঈশ্বরদী উপজেলার সংবাদপত্র বিক্রেতা আব্দুল খালেকের মেয়ে ফারজানা ফারিয়া। ফারজানা ঈশ্বরদী পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। মেধাবী ফারজানা ফারিয়া লেখাপড়া শেষ করে একজন আদর্শ শিক্ষক হতে চায়।

ফারজানার ভাই ফিরোজ আহমেদ একইভাবে লেখাপড়া করে বর্তমানে উপজেলা শিক্ষা অফিসে কম্পিউটার সেকশনে কর্মরত। আরেক ভাই ফরহাদ যুব উন্নয়ন অধিদফতরে কর্মরত আছেন। তাদের বাড়ি ঈশ্বরদীর নারিচা ভাটাপাড়ায়। বাবা আব্দুল খালেক সংবাদপত্র বিক্রি এবং রিক্সা চালিয়ে উপার্জিত অর্থে তাদের লেখাপড়া চালিয়ে নিয়েছেন।

আলাউদ্দিন আহমেদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।