মোদির টুইট নিয়ে সরব সামাজিক মাধ্যমগুলো


প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৬ জুন ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। সাইবার স্পেসকে রাজনীতি ও কূটনীতিতে কার্যকরভাবে ব্যবহার করার ক্ষেত্রে মোদি এরইমধ্যে বেশ আলোচিতও হয়েছেন। দুই দিনের সফরে বাংলাদেশে এসেও তার ব্যতিক্রম হলো না।

বাংলাদেশ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়ে ঢাকায় অবতরণের পর থেকে কিছুক্ষণ পরপরই টুইট করছেন মোদি। তার টুইটগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সাড়াও ফেলেছে।

বাংলাদেশে এসেই একটি টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী। টুইট বার্তায় তিনি বলেন, বাংলাদেশ, আমি আমার সাথে ভারতের মানুষের ভালবাসা এবং শুভেচ্ছা নিয়ে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। আমি একটি সুন্দর সফর আশা করছি, যা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে সুদৃঢ় করবে। (Hello Bangladesh. I bring with me the affection & goodwill of the people of India. Thank you PM Sheikh Hasina for the warm welcome. I look forward to a very good visit that will strengthen ties between India & Bangladesh.)

টুইটটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তাতে ১০৬৩০৪টি লাইক পড়ে এবং ২৮০৬টি শেয়ার হয়ে যায়।

এরপর বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে টুইট করেন মোদি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে হোটেল সোনারগাঁওয়ে ফিরে এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, গণতন্ত্রের প্রতিমূর্তি, এক বিশাল ব্যক্তিত্ব এবং ভারতের এক মহান বন্ধুকে শ্রদ্ধা। (Saluting an icon of democracy, a towering personality & a great friend of India, Bangabandhu Sheikh Mujibur Rahman.) এই বার্তাটিও পোস্ট করার সঙ্গে সঙ্গে ৫৭৬টি শেয়ার হয়ে যায় এবং ১৪২৫৩টি লাইক পড়ে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে শনিবার সকাল সোয়া ১০টায় ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
 
বিএ/আরআইপি/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।