মোদি-খালেদা বৈঠক : চূড়ান্ত হয়নি বিএনপির প্রতিনিধি দল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে দলটির নীতি নির্ধারণী ফোরামের কয়েকজন নেতা অংশ নেবেন। তবে গুরুত্বপূর্ণ এই বৈঠকটিতে শেষপর্যন্ত কোন নেতারা অংশ নেবেন সেই বিষয়টি এখনাে চূড়ান্ত হয়নি।
বিএনপির একটি সূত্র জানায়, মোদি ও খালেদার বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, দলটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত থাকতে পারেন।
তবে খালেদা জিয়ার সঙ্গে কারা থাকবেন তা আজ রাতেই চূড়ান্ত করবেন নেত্রী। বৈঠকটি ফলপ্রসু করতে যেসব বিষয়ে তিনি কথা বলবেন সেই বিষয়গুলো তথ্য উপাত্তসহ বিশ্লেষণ করতে দলটির একটি উইংকে নির্দেশও দিয়েছেন খালেদা জিয়া।
এমএম/এআরএস/এমএস