বন্যার্তদের পাশে নভোএয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৩ আগস্ট ২০১৭

বন্যা কবলিত কুড়িগ্রাম ও নীলফামারী জেলায় জরুরি ওষুধ বিতরণ করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। মঙ্গলবার কুড়িগ্রাম ও নীলফামারী জেলার বন্যার্তদের জন্য পৃথক পৃথকভাবে দুই জেলার সিভিল সার্জনদের কাছে ওষুধ হস্তান্তর করেন নভোএয়ারের মার্কেটিং ও সেলস বিভাগের সিনিয়র ম্যানেজার এ কে এম মাহফুজুল আলম, এয়ারপোর্ট অপারেশন ও কাস্টমার সার্ভিসরে ম্যানেজার এ আর এম সাদাত।

গুরুত্বপূর্ণ ব্যক্তি, সিভিল সার্জন অফিসার ও নভোএয়ারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন্যাদুর্গত এলাকায় প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে খাবার স্যালাইন, সর্দি-জ্বরসহ বিভিন্ন পানিবাহিত রোগের অত্যাবশকীয় ওষুধ প্রদান করা হয়েছে। শুধু যাত্রী পরিবহনই নয়, নভোএয়ার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

আরএম/এমআরএম/জেআই্এম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।