৬২ বছর পর অধিকার ফিরে পাচ্ছে ছিটমহলবাসী : স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত: ০১:১০ পিএম, ০৫ জুন ২০১৫

বাংলাদেশের মাত্রচিত্রে নতুন করে কয়েক হাজার একর ভূমি যুক্ত হয়েছে এবং ছিটমহলবাসী দীর্ঘ ৬২ বছর পর তাদের অধিকার ফিরে পেতে যাচ্ছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ব্রিটিশরা ভারত এবং পূর্ব পাকিস্থানের সীমানা নির্ধারণ করে দিয়েছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ইন্দিরা-মুজিব চুক্তির মাধ্যমে ভারত ও বাংলাদেশের সীমানা নির্ধারণ করে তা বাংলাদেশের সংসদে পাশ করেন। কিন্তু বিষয়টি ভারতের সংসদে পাশ না হওয়ায় তা ঝুলে ছিল। ৪৪ বছর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সীমান্ত চুক্তির বাস্তবায়ন হবার পথে।  

মন্ত্রী বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই আর্ন্তজাতিক আদালতের রায়ে বিশাল সমদ্রসীমা জয় সম্ভব হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বন্ধুপ্রতীম দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের পর বিভিন্ন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

তিনি দেশের এই উন্নয়নে সকলকে একত্রিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার আহ্বান জানান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম প্রমুখ।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা গ্রহণে জনগণকে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে জনসচেতনতা মূলক প্রচারের রাজশাহী বিভাগের কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ শামসুদ্দিনসহ স্বাস্থ্যবিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাদল ভৌমিক/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।