ফাইনালে সেরেনা-সাফারোভা


প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৫ জুন ২০১৫

ফরাসী ওপেন টেনিসের ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা। বৃহস্পতিবার সেমিফাইনালে তিমিয়া বসিনস্কিকে হারিয়ে সেরেনা উইলিয়ামস এবং আনা ইভানভিচকে হারিয়ে লুসি সাফারোভা ফাইনালে উঠেন।

রোলাঁ গারোঁতে সুইজারল্যান্ডের তিমিয়া বসিনিস্কের কাছে প্রথম সেট হারলেও পরের দুই সেটে দুর্দান্ত ভাবে ফিরে এসে জয় তুলে নেন এই মার্কিন কৃষ্ণসুন্দরী। প্রথম সেটে ৪-৬ গেমে হারেন। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জয় তুলে নেন। তবে শেষ সেটে ৬-০ গেমে উরিয়ে দেন সেরেনা।

অপর সেমিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর ফর্মে থাকা সার্বিয়ান আনা ইভানভিচকে হারিয়ে ফাইনালে উঠেন সাফারোভা। দুই সেটই জেতেন ৭-৫ গেমে। একের পর জায়ান্টদের হারিয়ে প্রথমবারের মত কোন গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলার কৃতিত্ব অর্জন করেন তিনি। শেষ আটের লড়াইয়ে রাশিয়ান সুন্দরী বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভাকে হারিয়েছিলেন এই চেক।

আরটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।