সময়ের সাহসী বাজেট : সুরঞ্জিত সেনগুপ্ত


প্রকাশিত: ০৮:১২ এএম, ০৫ জুন ২০১৫

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এবারের বাজেট সময়ের সাহসী বাজেট। সরকার এ বছর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে বলেই এই বাজেই অতি গুরুত্বপূর্ণ। শুক্রবার রাজধানীর কাকরাইলস্থ আইডিবি ভবনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বাজেট নিয়ে অনেকেই সমালোচনা করছেন। কেউ বলছেন, এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। আবার কেউ বলছেন, অতি উচ্চবিলাসী বাজেট এটি।  আমি মনে করি, এই বাজেট বাস্তবধর্মী এবং মোটেই উচ্চবিলাসী নয়। দেশ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষের চাহিদা বাড়ছে। সরকার সেই দিক বিবেচনা করেই বাজেটের আকার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কর্মসস্থানের সৃষ্টি, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হলে বাজেটের আকার বাড়ানো  ছাড়া আর কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, রাজনৈতিক পরিবেশ যদি স্থিতিশীল থাকে এবং বিরোধীজোট যদি ধ্বংসাত্বক কর্মকাÐ না চালায়, তাহলে এবারে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবেই। অর্থের বিনিময় হার, রেমিটেন্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং রফতানির পরিমাণ বাড়ছে। এগুলোই একটি টেকসই অর্থনীতির ইতিবাচক সূচক। এই সূচকগুলো অব্যাহত থাকলে প্রবৃদ্ধি ৭ শতাংশ অর্জিত হবেই।
 
সাবেক এ মন্ত্রী বলেন, বাজেট বাস্তাবায়ন করতে হলে সরকারকে অতিসত্ত¡র ব্যাংক খাতের দিকে নজর দিতে হবে। ব্যাংক খাত থেকে রাজনৈতিক বিবেচনায় যদি হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়, তাহলে সাধারণ মানুষ সরকারের অর্থ ব্যবস্থার ওপর আস্থা রাখতে পারবে না। বাজেটে ক্ষুদ্র উদ্যোগক্তাদের বিষয়টিও অধিক গুরুত্ব দিতে হবে।

নৌকার সমর্থক গোষ্ঠির সভাপতি ড. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, কৃষক লীগের অর্থ সম্পাদক নাজিম মিয়া, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।  

এএসএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।