টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটসম্যান কোহলি


প্রকাশিত: ০৭:০৫ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪

ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান হয়েছেন ভারতের বিরাট কোহলি। সম্প্রতি রান খরায় থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টোয়েন্টি২০তে হেসেছে তার ব্যাট। সে সুবাদেই শীর্ষস্থান দখল করেছেন তিনি।

গত রবিবার ইংল্যান্ডের কাছে টোয়েন্টি২০তে ৩ রানে হেরেছে ভারত। কিন্তু হাফসেঞ্চুরি করেছিলেন কোহলি। দল হারলেও টোয়েন্টি২০ র‌্যাঙ্কিংয়ের সেরা ব্যাটসম্যানের জায়গা পেতে কোনো সমস্যা হয়নি তার। ওই ম্যাচে ৬৬ রান করেছেন তিনি।

তারপরই রয়েছেন অ্যারন ফিঞ্চ (দ্বিতীয়), অ্যালেক্স হালেস (তৃতীয়), ব্রেন্ডন ম্যাকলাম (চতুর্থ) ও ডু প্লেসিস (পঞ্চম)।

এদিকে টোয়েন্টি২০ সেরা অলরাউন্ডার হিসেবে র‌্যাঙ্কিংয়ে সবার উপরে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তারপরই রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান (দ্বিতীয়), শেন ওয়াটসন (তৃতীয়), শহীদ আফ্রিদি (চতুর্থ) ও যুবরাজ সিং (পঞ্চম)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।