বিশ্ব পরিবেশ দিবস আজ


প্রকাশিত: ০৪:২৩ এএম, ০৫ জুন ২০১৫

বিশ্ব পরিবেশ দিবস আজ । দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পৃথক বাণী দিয়েছেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব বান কি মুনও বাণী দিয়েছেন।

১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতি বছর ৫ জুন সারা বিশ্বের ১০০ টিরও বেশি দেশে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
 
পরিবেশ দিবস উপলক্ষে আজ ( শুক্রবার)সেমিনারের আয়োজন করেছে কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ। ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি থাকবেন ফুড এন্ড এগ্রিকালচারের (ফাও) বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন। কৃষিবিদ ইন্সটিটিউশনের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখবেন ইন্সটিটিউশনের মহাসচিব মোহাম্মদ মোবারক আলী, আহ্বায়ক প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ, মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. এম জয়নুল আবেদীন প্রমুখ।
 
এএইচ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।