১৭ সেপ্টেম্বর জুবায়ের হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৭ সেপ্টেম্বর। বৃহস্পতিবার সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করা হয়।

ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ বি এম নিজামুল হক পরর্বতী সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন ধার্য করেন। এ মামলার ৩৭ জন সাক্ষীর মধ্যে ২৬ জন ট্রাইব্যুনালে বিভিন্ন সময় সাক্ষ্য দিয়েছেন।

২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জুবায়ের আহমেদকে প্রতিপক্ষ ছাত্রলীগের নেতাকর্মীরা কুপিয়ে জখম করে। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জুবায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের ছাত্র ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়ায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।