চবি শিক্ষক বাসে বোমা হামলায় মামলা


প্রকাশিত: ০৬:১১ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসে হাতবোমা হামলায় শিক্ষকসহ ১৬ জন আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের উপ-পরিচালক রবিউল আলম বাদী হয়ে হাটহাজারী থানায় এ মামলা করেন।

হাটহাজারী থানার এএসআই মাসুকুর রহমান জানিয়েছেন, মামলায় অজ্ঞাত পরিচয় ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে, বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত ক্যাম্পাসে বেশ কয়েকটি কটেজে অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ২০ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হাতবোমা, রামদা, কিরিচসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকদের বহনকারী বাসে গতকাল বুধবার সকাল সোয়া ১০টায় ককটেল হামলা ও ভাংচুরের ঘটনায় ১৩ শিক্ষকসহ ১৬ জন আহত হয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।