ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ


প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৪ জুন ২০১৫

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক বাড়ানোর ঘোষণায় বাড়তে যাচ্ছে সিগারেট-বিড়ির দাম। ফলে ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ এটি। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের জন্য উত্থাপিত বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রস্তাবিত বাজেটে মানভেদে বিড়ি ও সিগারেটের দাম বাড়ছে। মানভেদে সিগারেটের কর হার ২ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিড়ির ক্ষেত্রে ফিল্টারবিহীন ২৫ শলাকার প্যাকেটের ক্ষেত্রে ৬ দশমিক ১৪ টাকা থেকে বৃদ্ধি করে ৭ দশমিক ৬ টাকা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকার প্রতি প্যাকটে ৬ দশমিক ৯২ টাকা থেকে বাড়িয়ে ৭ দশমিক ৯৮ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, দেশীয় শিল্পের শ্রমিক স্বার্থ বিবেচনায় নিয়ে বিড়ি খাতের শুল্ক হারে বিগত বছরগুলিতে তেমন কোন উল্লেখযোগ্য সংস্কার বা পরিবর্তন আনয়ন করা হয়নি। বর্তমান শুল্ক কাঠামো অনুযায়ী ফিল্টারবিহীন ২৫ শলাকার করসহ মূল্য ৬ দশমিক ১৪ টাকা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকার প্রতি প্যাকেট বিড়ির করসহ মোট মূল্য দাঁড়ায় ৬ দশমিক ৯২ টাকা।

তিনি আরো জানান, সহজলভ্যতার কারণে ব্যাপক সংখ্যক ভোক্তা এর ব্যবহারের সুযোগ নেয় এবং স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে। সকল দিক বিবেচনায় নিয়ে বিড়ির বিদ্যমান ট্যারিফ মূল্য যৌক্তিকীকরণের মাধ্যমে করসহ ফিল্টারবিহীন ২৫ শলাকার প্যাকেটের মূল্য ৭ দশমিক ০৬ টাকা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকার প্রতি প্যাকেট বিড়ির মূল্য ৭ দশমিক ৯৮ টাকা নির্ধারণের প্রস্তাব করছি।

তিনি আরও বলেন, সিগারেটের পেপারের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ২০ শতাংশ সম্পূরক শুল্ক বিদ্যমান থাকলেও এইচএস কোডে এর ট্যারিফ বর্ণনায় বিড়ি পেপারের উল্লেখ না থাকায় এক্ষেত্রে কর ফাঁকির প্রবনতা বিদ্যমান মর্মে জানা যায়। এই বৈষম্য দূর করার লক্ষ্যে বিড়ি পেপারের সুনির্দিষ্ট বর্ণনা প্রদান করে বিড়ি পেপারের উপরও ২০ শতাংশ সম্পূরক শুল্ক আদায়ের প্রস্তাব করছি।

এসএ/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।