অমসৃণ হিরার দামও বাড়ছে


প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৪ জুন ২০১৫

২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কম বাড়ার মধ্যে রয়েছে অমসৃণ হিরার দাম। প্রস্তাবিত বাজেটে অমসৃণ হিরার সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানো হয়েছে। আগে অমসৃণ হিরার সম্পূরক কর ছিল ১৫ শতাংশ, ৫ শতাংশ বাড়ার ফলে অমসৃণ হিরার সম্পূরক কর এখন ২০ শতাংশ।

অর্থমন্ত্রীর নবম ও বর্তমান সরকারের দ্বিতীয় বাজেটে এ শুল্ক নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট উপস্থাপন করেন।

২০১৪-১৫ অর্থবছরের বাজেটে অমসৃণ হিরার সম্পূরক কর ছিল ১৫ শতাংশ। তবে ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে অমসৃণ হিরার সম্পূরক কর ছিল ২০ শতাংশ।

জেইউ/এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।