সৌদি পৌঁছেছেন ৮২ হাজার ৬৮১ হজযাত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:১৪ এএম, ২০ আগস্ট ২০১৭

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৮২ হাজার ৬৮১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এ ছাড়া হজ ফ্লাইটের ঘোষিত নির্দিষ্ট সময় যতই ঘনিয়ে আসছে হজযাত্রী পরিবহনের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সযোগে একদিনেই ৫ হাজার ১৪ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমানের ৮টি ও সৌদি এয়ারলাইন্সের ৬টি ফ্লাইট ছিল।

জানা গেছে, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৮২ হাজার ৬৮১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৭০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৯ হাজার ৩১১ জন হজযাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১২৮টি ফ্লাইটসহ মোট ২৫৪টি ফ্লাইটে এসব যাত্রী পরিবহন করা হয়।

শনিবার বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের প্রাপ্ত সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অন্যদিকে মক্কাস্থ কনসাল মো. আবুল হাসান মোয়াচ্ছাছার অফিসে জামারাতে পাথর নিক্ষেপ সম্পর্কিত বিষয়ে এক জরুরি সভায় মিলিত হন।

এ বছর হজ পালনে সৌদি আরবে এখন পর্যন্ত ১৭ হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ জন এবং ১ জন মহিলা হজযাত্রী রয়েছেন।

এমইউ/আরএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।