রুটিন পরিবর্তনের দাবিতে রংপুরে মানববন্ধন


প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৪ জুন ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চতুর্থ বর্ষের চূড়ান্ত ও তৃতীয় বর্ষের মান উন্নয়ন পরীক্ষার সময়সূচি একই তারিখে হওয়ার প্রতিবাদে রংপুরের কারমাইকেল কলেজে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে চতুর্থ বর্ষের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোবাশ্বেরুল ইসলাম মিঠু। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কলেজ শাখার সহ-সভাপতি ভূবন ভূষণ রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সহ-সভাপতি মোসলে উদ্দিন, সাধারণ শিক্ষার্থী পরিমল রায়, আব্দুল হামিদ, মিলন, বাঁধন ইসলাম, শামীম, তুহিন, সুমি আক্তার, মাসুম, নাজমুল হুদা প্রমুখ।

বক্তারা বলেন, সেশনজট নিরসনের নামে ক্রাশ প্রোগ্রাম চালু করে পরীক্ষার পর পরীক্ষা নিতে গিয়ে শিক্ষার্থীদের বিপদে ফেলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সম্মান চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি এবং তৃতীয় বর্ষের মান উন্নয়ন পরীক্ষা ৮ জুলাই একই সময় নির্ধারণ করায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।

এছাড়াও চতুর্থ বর্ষের একজন পরীক্ষার্থীর পক্ষে ২৪ জুন মানোন্নয়ন এবং ২৫ জুন চূড়ান্ত বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করা প্রায় অসম্ভব। অনুরূপভাবে মান উন্নয়ন ও চতুর্থ বর্ষের পরীক্ষা যথাক্রমে ২৭ ও ২৮ জুন এবং ১ , ২, ৪ ও ৫ জুলাই নির্ধারণ করা হয়েছে। যা শিক্ষাজীবনকে ব্যহত করবে।

শিক্ষার্থীরা যাতে সুস্থ মস্তিষ্কে পরীক্ষা দিতে পারে এরকম একটি নতুন রুটিন ঘোষণার দাবি জানান বক্তারা। অন্যথায় শনিবার রংপুরে রাজপথ ও রেলপথ অবরোধ করা হবে বলে ঘোষণা দেন তারা।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।