বাড়ছে সাবান ও ডিটারজেন্টের দাম
প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে সাবান এবং সাবান হিসেবে ব্যবহৃত সারফেস একটিভ সামগ্রী, ডিটারজেন্ট ও সমজাতীয় পণ্যের শুল্কহার ৫ শতাংশ বাড়ানো হয়েছে। ফলে দাম বাড়ছে সাবান ও ডিটারজেন্টের।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের অর্থবিলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।
বাজেট প্রস্তাবে সাবান এবং সাবান হিসেবে ব্যবহৃত সারফেস একটিভ সামগ্রী ও সমজাতীয় পণ্যের সম্পূরক শুল্কহার ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে ডিটারজেন্টের সম্পূরক শুল্কহারও ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সম্পূরক শুল্কহার ১৫ শতাংশ রয়েছে।
এসআই/এসএইচএস/পিআর