শিক্ষা খাতে ইইউ’র আর্থিক সহায়তা ১০.৫ মিলিয়ন ইউরো


প্রকাশিত: ১০:৩২ এএম, ০৪ জুন ২০১৫

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতের উন্নয়নে ১০ দশমিক ৫ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ সহায়তা শিক্ষা খাতের বাজেটের আর্থিক সহায়তায় অন্তর্ভুক্ত হবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

জানা গেছে, এর আগে বাংলাদেশের প্রাথমিক স্তরের শিক্ষা খাতের উন্নয়নে মোট ৫১ মিলিয়ন ইউরোর সমপরিমাণ মুদ্রার আর্থিক সহায়তা ঘোষণা দেয় ইইউ। যার মধ্যে তৃতীয় কিস্তিতে বৃহস্পতিবার ১০ দশমিক ৫ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা ছাড় করা হল।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের মূল চালিকা শক্তি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম বড় একটি শিক্ষা ব্যবস্থা যেখানে ৩০ মিলিয়নের বেশি শিক্ষার্থী প্রাথমিক স্তর থেকে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।