বাড়ছে সিম ও রিম কার্ডের দাম


প্রকাশিত: ১০:২৪ এএম, ০৪ জুন ২০১৫

নতুন অর্থ বছরে বাড়ছে মোবাইল ফোনের সিম ও রিম কার্ডের দাম। ২০১৫-১৬ অর্থবছরে মোবাইল ফোনের সিম ও রিম কার্ডের ওপর ধার্যকৃত সম্পূরক কর বাড়ানোর কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবারের প্রস্তাবিত অর্থ বিলে তা ২০ শতাংশ ধার্য করা হয়েছে। আগের অর্থবছরে এই কর ১৫ শতাংশ থাকলেও এবারের বাজেটে তা বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে মুহিত ২০১৫-১৬ অর্থ বছরের নতুন বাজেট উপস্থাপন করেছেন। এটি বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট। মোবাইলের সিম ও রিমে কর বাড়ানোর কথা বলেছেন তিনি আনীত অর্থ বিলে।

বর্তমানে প্রতিটি সিম আমদানির উপর ৩০০ টাকা থাকলেও সম্পূরক করের প্রভাবে আগামী জুলাই মাস থেকে বাড়বে মোবাইল সীম কার্ডের দাম।

সেলফোন অপারেটররা সিম বিক্রির সময় গ্রাহকের কাছ থেকে এ অর্থ সংগ্রহ করে এবং পরে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়। যেহেতু মোবাইল সিমের গ্রাহক দিন দিন বাড়ছে তাই রাষ্ট্রীয় কোষাগারের আয় বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সম্প্রতি প্রাক বাজেট আলচনায় ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত মোবাইল সিমের ওপর বিদ্যমান ১৫ শতাংশ সম্পূরক কর প্রত্যাহার চেয়েছিল অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। তবে প্রত্যাহার না করে আরো ৫ শতাংশ বাড়ানো হল এই কর।

এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।