উত্তরের বন্যার্তদের জন্য ত্রাণসংগ্রহ কেন্দ্র খুলল আরডিজেএ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৭ আগস্ট ২০১৭

বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থ ২ কোটিরও বেশি মানুষের জন্য সরকারের পাশাপাশি আন্তর্জাতিক ত্রাণ সহায়তা চেয়েছেন দুর্গত এলাকার সাংবাদিকরা। দ্রুত দরকারি সহায়তা না পাঠালে ওই এলাকার পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

বন্যার্তদের জরুরি ত্রাণ সহায়তা দিতে বৃহস্পতিবার জাতীয় প্রেসকাবে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার উদ্যোগে একটি ত্রাণসংগ্রহ কেন্দ্র খোলা হয়।

এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। অনুষ্ঠানে বক্তৃতা করেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংবাদিক নেতা শাবান মাহমুদ, সোহেল হায়দার, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব ও সাধারণ সম্পাদক গাউসুল আজম বিপু।

সাংবাদিক নেতারা বলেন, উত্তরাঞ্চলের দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর ও ঠাকুরগাঁওসহ বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় এখনও পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছানো যায়নি। অনেক স্থানে যোগাযোগ বিছিন্ন। পানিবন্দি লাখ লাখ মানুষের এখন খুব জরুরি শুকনো খাবার, পরিধানের বস্ত্র, বিশুদ্ধ পানি এবং ওষুধ।

বন্যার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে রোগ-বালাই ছড়িয়ে পড়তে পারে। তাই ওইসব এলাকায় জরুরিভিত্তিতে পর্যাপ্ত ত্রাণ পাঠানো প্রয়োজন। রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা- জাতীয় প্রেসক্লাবে যে ত্রাণ সংগ্রহ কেন্দ্রটি স্থাপন করেছে তাতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ত্রাণ সহায়তা নেয়া হবে। এখানে দেয়া যাবে- শুকনো খাবার, শিশুখাদ্য, কাপড়, জরুরি ওষুধ, টর্চ লাইট, মোমবাতির মতো দরকারি পণ্য। এই ত্রাণ সহায়তা কেন্দ্রে যোগাযোগের জন্য একটি হেল্প লাইনও খোলা হয়েছে- তার নম্বর হলো-০১৭৬৮-৯২৯৪৯২। প্রেস বিজ্ঞপ্তি।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।