বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী


প্রকাশিত: ১২:২১ পিএম, ০৩ জুন ২০১৫

গাজীপুরের কালীগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩)। বুধবার দুপুর ২টায় উপজেলার জামালপুর ইউনিয়নে কাপাইশ গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের সহকারী আব্দুল বারী জানান, কাপাইশ গ্রামের সৌদি প্রবাসী মনির হোসেনের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন চলছিল। রান্না-বান্না সব শেষ বর পক্ষ আসবে কনেকে তুলে নিতে। এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন।

তিনি আরো জানায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের পৈলানপুর গ্রামের নিপুর সঙ্গে সপ্তম শ্রেণির এই ছাত্রীর বিয়ে হচ্ছিল। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মা খোদেজা বেগম মুচলেকা প্রদান করেন।

আব্দুর রহমান আরমান/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।