রাজধানীতে নারীসহ ৩ লাশ উদ্ধার


প্রকাশিত: ১১:০২ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৪

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞাত দুই নারী ও এক নির্মাণ শ্রমিকসহ মোট ৩ জনের লাশ উদ্ধার করছে পুলিশ। বুধবার এ লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, রাজধানীর দয়াগঞ্জ ব্রিজের ৩০০ গজ দূরে অজ্ঞাত (৪৫) এক মহিলার লাশ উদ্ধার করে জিআরপি থানা পুলিশ। উদ্ধারের সময় মহিলার পরনে টিয়া রঙের সালোয়ার কামিজ ছিল।

সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অজ্ঞাত মহিলা ভিক্ষুক অথবা মানসিক ভারসাম্যহীন হয়ে থাকতে পারেন।

অন্যদিকে রাজধানীর খিলগাঁও থানাধীন পূর্ব নন্দিপাড়া ৮নং রোডের পাশ থেকে অজ্ঞাত (৪০) আরেক মহিলার লাশ উদ্ধার করা হয়।

এসময় ওই মহিলার পরনে ধূসর রঙের সালোয়ার কামিজ ও বোরকা ছিল। সকাল সাড়ে ১১টার দিকে খিলগাঁও থানার এসআই মো. ফখরুল ইসলাম এ লাশ উদ্ধার করেন।

ফখরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ওই মহিলা পানিতে ডুবে মারা যেতে পারেন।

এদিকে হাতিরঝিল এলাকায় নির্মাণাধীন ভবনে রড উঠাতে গিয়ে ১১তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকের নাম ইমরান (২০)। তার বাবার নাম এজাবুল হক। রাজশাহী জেলার তানোর উপজেলার হাটপাড়া গ্রামে তার বাড়ি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।