সংবিধান সংশোধনে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে না
সংবিধান সংশোধন বিলে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত। বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধান সংশোধন বিলের ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে না। বিল পাস হওয়ার পর এ বিষয়ে যে আইন হবে, সেখানে বিশেজ্ঞদের ডাকা হবে।
সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, আজ (বুধবার) কমিটি যাচাই-বাছাই করে বিল চূড়ান্ত করেছে। দু-একদিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়া হবে।
৭ সেপ্টেম্বর রোববার সংবিধানের ষোড়শ সংশোধনী বিল সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিলের প্রস্তাবনায় ভুল থাকায় শেষ পর্যন্ত সংশোধিত আকারে বিলটি উত্থাপিত হয়।