নৃত্যে অনন্য প্রান্তিক


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৩ জুন ২০১৫

‘নাচ আমার কাছে সাধনা, পূজা, যতটুকু মন্দিরে গেলে ঈশ্বরকে অনুভব করা যায়, নাচের সময় আমি সেরকমই ঈশ্বরকে অনুভব করি’, নাচ সম্পর্কে এমনটাই জানাচ্ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র প্রান্তিক দেব।

তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলায়, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সাফল্যের সাথে টাঙ্গাইল থেকে শেষ করে ভর্তি হয়েছে স্বপ্নের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সপ্তম শ্রেণিতে থাকার সময় টাঙ্গাইল উদ্যানে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নাচ দেখেই প্রথম নাচের অনুপ্রেরণা। মায়ের কাছে জানিয়েছিল নাচের প্রতি নিজের আগ্রহের কথা। কিন্তু প্রথম দিকে মা রাজি না থাকলেও এখন মা’ই তার অনুপ্রেরণা।

টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে রশিদ হারুন স্যার এর কাছ থেকে লোক, সৃজনশীল নৃত্য শিখেছে প্রান্তিক। তারপর টাঙ্গাইলে থাকার সময়ই জেলাব্যাপী নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। এরপর থেকে বাসার সবার প্রান্তিকের নাচের প্রতি আগ্রহ তৈরি হয়।

টাঙ্গাইলে বিভিন্ন নৃত্য প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় হয়েছে সবসময়। এর মধ্যেই অর্ধশতাধিক স্টেজে পারফর্ম করেছে প্রান্তিক। সে বাংলাদেশ শিল্পকলা একাডেমির একজন নিয়মিত নৃত্য শিল্পী। বিভিন্ন টিভি চ্যানেলেও একাধিক পারফর্ম করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্টেজ পারফর্মে অনন্য প্রান্তিক বিশ্ববিদ্যালয়েও  সে একাধিক পারফর্ম করেছে বিভিন্ন অনুষ্ঠানে।

গত বছর নেপালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন নৃত্য পরিবেশন করেছেন নেপালে। শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা’র ‘নৃত্যাঞ্চল’ থেকে চীনের নিমন্ত্রণে আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে ২০১৫ সালের জুলাইয়ের ২২ তারিখে। প্রান্তিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম নৃত্যভিত্তিক সংগঠন ‘কালবৈশাখী’র প্রতিষ্ঠাকালীন সদস্য। বর্তমান সে সংগঠনটির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। ভবিষ্যতে বাংলাদেশের নাচের জগৎে নতুন কিছু করার ইচ্ছা আছে তার, সাথে সাথে নাচ নিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়ালেখা করারও ইচ্ছা আছে। বর্তমানে আনিছুল ইসলাম হিরু স্যার এর কাছ থেকে ভরত নাট্যমের তালিম নিচ্ছে সে।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।