চবির শিক্ষক বাসে হামলায় ৫ শিবির কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১১ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ডাকা শিবিরের ধর্মঘটের ১১তম দিনে শিক্ষক বাসে ইটপাটকেল, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আটক শিবিরকর্মীদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বুধবার দুপুরে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ও ছড়ারকুল এলাকায় চিরুনি অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন হাটহাজারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ভূঁইয়া। তিনি আরও জানান, অভিযান এখনো চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ, বুধবার সকালে ছড়ারকুল এলাকায় দুটি শিক্ষক বাসে ইটপাটকেল, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটনায় ছাত্রশিবিরের কর্মীরা। এতে শিক্ষকসহ ১৩ জন আহত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।