এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন তসলিমা


প্রকাশিত: ০৪:১২ পিএম, ০২ জুন ২০১৫

নিরাপত্তার স্বার্থে ভারত ছেড়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। নিউইয়র্কভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ইনকুয়ারি (সিআইএফ) তাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যবস্থা করে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশে কয়েকজন ব্লগার হত্যা ও হুমকির প্রেক্ষিতে তসলিমার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। ২৭ মে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। বাংলাদেশের মতো দেশগুলোতে ‌`ইসলামি চরমপন্থীদের` হুমকির মুখে থাকা মানুষদের সহায়তার জন্য সিএফআই গঠিত হয়েছেঅ

সিআইএফ জানিয়েছে, তসলিমা নাসরিন সাময়িক ভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। তারাই তসলিমার খাবার, বাসস্থান এবং নিরাপত্তার ব্যবস্থা করবে।

এদিকে তসলিমা নাসরিনকে রোল মডেল হিসেবে অভিহিত করে তার কাজের প্রশংসা করেছে সিআইএফ।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।