ডিএসইতে লেনদেন কমেছে ২৭৭ কোটি টাকা


প্রকাশিত: ১২:৩২ পিএম, ০২ জুন ২০১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।

দিনশেষ ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৭২৫ কোটি ৭৪ হাজার ৫৯১ টাকা। যা আগের দিনের চেয়ে ২৭৭ কোটি ৩৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছে এক হাজার দুই কোটি টাকা।  
 
মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট কমে চার হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়াহ্ সূচক ডিএসইএস ৫ পয়েন্ট কমে এক হাজার ১১৩ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৭৫৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৮টির দাম বেড়েছে, কমেছে ২১৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে প্রতিষ্ঠানগুলো হলো : সামিট পাওয়ার, শাশা ডেনিমস, এইচআর টেক্স, আইসিবি ১ম এনআরবি, ইউনাইটেড ইন্স্যুরেন্স, লিব্রা ইনফিউশন, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, ৩য় আইসিবি ও আইএফআইসি।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি প্রতিষ্ঠান হলো : রহিমা ফুড, ৭ম আইসিবি, ফার কেমিক্যাল, জিএইচপি ইস্পাত, সাইফ পাওয়ার, খান ব্রাদার্স, গোল্ডেন হারভেস্ট, সুহৃদ টেক্স, সেন্ট্রাল ফার্মা ও বিডি থাই।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৬ পয়েন্ট কমে ৮ হাজার ৬০২ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে মাত্র ৪৬টির, কমেছে ১৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬০ কোটি ৯৮ লাখ টাকা।

এসআই/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।