চেয়ারে বসে নামায আদায় : ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা


প্রকাশিত: ১২:০৩ পিএম, ০২ জুন ২০১৫

চেয়ারে বসে নামায আদায়ের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সোমবার মন্ত্রিভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পর মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ-এর নামে জাতীয় পত্রিকায় মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া বা না পড়ার বিষয়ে যে ফতোয়া প্রকাশিত হয়েছে তা ইসলামিক ফাউন্ডেশনের বক্তব্য নয়। এটা হয়তো তার ব্যক্তিগত মতামত।

এ বিষযে ব্যাপক পর্যালোচনা ও সঠিক সিদ্ধান্তের জন্য দেশের প্রখ্যাত ও বিজ্ঞ আলেম, মুফতি, মুফাসসির ও মুহাদ্দিসগণকে নিয়ে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান- এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস-এর সভায় অনুমোদিত হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর অতি শিগগিরই তা জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে দেশবাসীকে অবহিত করা হবে।

এসএ/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।