মানবপাচারের সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় জড়িত : পররাষ্ট্র সচিব
মানবপাচারের সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। মঙ্গলবার সকালে মানবপাচার সংক্রান্ত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
শহীদুল হক বলেন, মানবপাচারের পেছনে দেশী-বিদেশী কিছু ফ্যাক্টর আছে যা আয়ত্বের বাইরে। আর এ সমস্যা সমাধান করা বাংলাদেশের একার পক্ষে সম্ভবও নয়। আঞ্চলিক এবং বৈশ্বিক উভয়ভাবে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশিদের একমাসের মধ্যে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি মানবপাচার বন্ধ করতে শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স।
পররাষ্ট্র সচিব বলেন, পাচারের শিকার বাংলাদেশিদের সহায়তা করতে দূতাবাসগুলো সক্রিয় রয়েছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে বাংলাদেশী মিশনের রাষ্ট্রদূতরা ঘটনাস্থলে পৌঁছে অসহায় মানুষদের সহায়তা দিচ্ছেন।
তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে আলাপ হয়েছে। তারাও আঞ্চলিকভাবে এই সমস্যার সমাধান করতে আগ্রহী। নরেন্দ্র মোদির ঢাকা সফরে মানবপাচার প্রতিরোধ সংক্রান্ত একটি সমাঝোতা স্মারকে সই করা হবে।
উল্লেখ্য, সর্বশেষ তথ্য অনুযায়ী গত এক মাসে পাচারের শিকার সাত হাজারের মতো মানুষ তীরে উঠতে সক্ষম হয়েছে। এর মধ্যে ১৩ শতাংশ মানুষ বাংলাদেশি হিসেবে ধারণা করা হচ্ছে। সংখ্যায় এর পরিমাণ প্রায় ১২০০ থেকে ১৫০০ এর মতো। মূলত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড- এই তিনটি দেশেই পাচারের শিকার বেশির ভাগ মানুষ রয়েছে।
এসকেডি/পিআর