এনবিআরে বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬ এএম, ১৩ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা এখন থেকে স্থায়ীভাবে প্রদর্শিত হবে।

রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব ভবনের পঞ্চম তলায় রোববার এই প্রদর্শনী উদ্বোধন করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

তিনি বলেন, প্রতিবছরই বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এনবিআর বিভিন্ন কর্মসূচী পালন করে থাকে। কিন্তু এবার ভিন্ন আঙ্গিকে শোক দিবসকে উদযাপন করা হচ্ছে। আমরা তার ঐতিহাসিক মুহূর্তগুলো নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করছি। এখানে বঙ্গবন্ধুর পারিবারিক ও রাজনৈতিক জীবনের ৩৪টি ছবি প্রদর্শিত হয়েছে। যা এনবিআরে স্থায়ীভাবে সবার জন্য উন্মুক্ত থাকবে।

তিনি বলেন, এনবিআর বঙ্গবন্ধুর নিজের হাতে গড়া প্রতিষ্ঠান। ১৯৭২ সালে সংবিধানের ৭৬নং আদেশে এই প্রতিষ্ঠানটির যাত্রা।

পরে তিনি আলোকচিত্রগুলো ঘুরে ঘুরে দেখেন। এসময় এনবিআর সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, আবদুর রাজ্জাক এবং কালিপদ হালদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআই/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।