মোবাইল ব্যাংকিংয়ে আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে বাংলাদেশ ব্যাংক


প্রকাশিত: ০৮:২৯ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৪

মোবাইল ফোন অপারেটরদের নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল ব্যাংকিং প্রসার ঘটানোয় আন্তর্জাতিক পুরস্কার পেতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এলায়েন্স ফর ফাইনান্সিয়াল ইনক্লুশন (এএফআই) নামক আন্তর্জাতিক একটি সংস্থা এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গত ৭ সেপ্টেম্বর সংস্থাটি পুরস্কারের এ বিষয়টি ঘোষণা করে। বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে জানার পরে বুধবার বিকাল ৩ টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে ব্যাংকের জনসংযোগ বিভাগের অফিসার আরিফ হাসান।

বিশ্বে মোবাইল ব্যাংকিংয়ে বর্তমানে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে প্রথম হচ্ছে কেনিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।