মুক্তার সঙ্গে গল্প করে এলেন জাকির
অপারেশনের পর সাতক্ষীরার বিরল রোগে অাক্রান্ত সেই কিশোরী মুক্তার খোঁজ নিতে দ্বিতীয় বারের মতো ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ রুমে মুক্তাকে দেখতে যান। এসময় জাকিরের সঙ্গে মুক্তার জমজ বোন হিরাসহ ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন।
জাগো নিউজকে জাকির জানান, মুক্তা এখন বেশ কথা বলছে। নিজে অসুস্থ থেকেও অামার ভালোমন্দ জানতে চাইলো মেয়েটা। মিষ্টিভাষী এই মেয়েটার সঙ্গে যে কথা বলবে সেই মুগ্ধ হবে।
তিনি বলেন, সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে মুক্তাকে নিয়ে সংবাদ দেখছি। ভাবলাম নিজেই তার খোঁজখবর নিয়ে অাসি। তাই দেখতে এলাম। তার কথা বলা দেখে বেশ ভালো লাগলো। সুস্থ হওয়ার পর স্কুল যাওয়াসহ বিভিন্ন বিষয়ে কথা হলো তার সঙ্গে।
তিনি অারও বলেন, মুক্তার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশের সব সচেতন মানুষ অবগত। সবার দোয়া অাছে তার সঙ্গে। অাশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবে মুক্ত।
প্রসঙ্গত, বিরল রোগে সাতক্ষীরার কিশোরী মুক্তামণি অাক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন বিনা চিকিৎসায় ভুগছিল। গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রী নিজেই মুক্তার চিকিৎসার দায়িত্ব নেন। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। অবশেষে শনিবার সকালে মুক্তার হাতের অপারেশন করেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকরা।
এমএএস/জেএইচ