বৃহস্পতিবার শুরু হচ্ছে কৃষিমেলা


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৪

কৃষির আধুনিকায়ন এবং খাদ্য শস্যের প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি সময়োপযোগী করতে নয় দেশের অংশগ্রহণে ‘চতুর্থ এগ্রো-বাংলাদেশ এক্সপো-২০১৪’ শুরু হচ্ছে বৃহস্পতিবার। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলা চলবে।

সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুক। মেলার এবারের স্লোগান ‘কৃষিতে উন্নতি আধুনিক প্রযুক্তি’।

মেলায় প্রধান ও বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।তিনি বলেন, কৃষির সঙ্গে জড়িত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিতব্য এ মেলায় নয়টি দেশ অংশ নেবে। দেশগুলো হল- ভারত, চীন, জাপান তাইওয়ান, থাইল্যান্ড মালয়েশিয়া, কোরিয়া, জার্মানি ও বাংলাদেশ। মেলায় স্টলের সংখ্যা ২২৫টি।

মহাপরিচালক বলেন, মেলায় দেশী-বিদেশী প্রায় শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের এক হাজার বিজ্ঞানী, গবেষক ও ব্যবসায়ী অংশগ্রহণ করবে। এতে উদ্যোক্তারা কৃষি ক্ষেত্রে অর্থ বিনিয়োগে উৎসাহিত হবে। কৃষি বিষয়ক জ্ঞানের আদান-প্রদান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও সৃষ্টি হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।