চীনে ৪৫০ আরোহী নিয়ে প্রমোদতরী ডুবি


প্রকাশিত: ০৩:০৬ এএম, ০২ জুন ২০১৫

দক্ষিণ চীনের ইয়াংজি নদীতে ৪৫০ জনের বেশি আরোহী নিয়ে একটি প্রমোদতরী ডুবে গেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে নয়টার দিকে প্রমোদতরীটি ঝড়ের কবলে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি জানায়, ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া প্রমোদতরীতে থাকা যাত্রীদের মধ্যে এই পর্যন্ত এক জনের মৃত্যু এবং শতাধিক নিখোঁজ রয়েছে।  গণমাধ্যমটি জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মাত্র দশ জন আরোহীকে উদ্ধার করা হয়েছে।

আরোহীদের অধিকাংশই পর্যটক। আরোহীদের মধ্যে ৪০৫ জন চীনা যাত্রী, পাঁচজন ট্রাভেল এজেন্সির কর্মী এবং ৪৭ জন ক্রু বলে জানা গেছে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।