চাঁদা না পেয়ে নির্মাণশ্রমিককে গুলি


প্রকাশিত: ০৭:০৬ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৪

রাজধানীর তেজগাঁওয়ে ভবন নির্মাণ কোম্পানির মালিকের কাছে চাঁদা না পেয়ে এক নির্মাণশ্রমিককে গুলি করেছে দুই সন্ত্রাসী। গুলিবিদ্ধ শ্রমিক মোহাম্মদ হারুন (৫০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

চিকিৎসাধীন হারুন সাংবাদিকদের জানান, তেজগাঁওয়ের ২১৫ তেজকুনিপাড়ায় অ্যাভিনিউ বিল্ডার্সের নির্মাণাধীন ভবনে তিনি রড বাঁধাইয়ের কাজ করেন। সকাল সাড়ে আটটার দিকে দুই যুবক পিস্তল নিয়ে এসে প্রথমে মালিকের খোঁজ করে। একপর্যায়ে কোমর থেকে পিস্তল বের করে তাঁর পায়ে ঠেকিয়ে গুলি করেন একজ। এরপর তারা চলে যায়।

পুলিশ জানায়, কয়েক দিন ধরে অ্যাভিনিউ বিল্ডার্সের মালিক আলী আসগরের কাছে চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় তারা ওই শ্রমিককে গুলি করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।