পাকিস্তানে নির্বাচনী বিজয় উৎসবে গ্রেনেড হামলায় নিহত ৮


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০১ জুন ২০১৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে স্থানীয় নির্বাচনে বিজয়ী প্রার্থীর উৎসবে পরাজিত প্রার্থীর সমর্থকদের গ্রেনেড হামলায় ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছে  বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের ২৫০ কিলোমিটার দক্ষিণে জেলা ট্যাংকে রোববার এ ঘটনা ঘটেছে।

উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা কিফায়েত উল্লাহ বলেন, স্থানীয় নির্বাচনে বিজয়ী প্রার্থী ওয়ালি খানের সমর্থকরা ড্রাম বাজিয়ে ও আকাশে ফাঁকা গুলি ছুঁড়ে নেচে-গেয়ে উৎসব করছিলেন। এতে পরাজিত প্রার্থীর সমর্থকরা ক্ষুব্ধ হন।

তিনি বলেন, পরাজিত প্রার্থীর সমর্থকরা বিজয়োৎসবে গ্রেনেড ছুঁড়ে মারে। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়। পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।

খাইবার পাখতুনখোয়ায় গত ১০ বছরের মধ্যে প্রথমবারের মত স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাদেশিক নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ৮৪ হাজার ৪২০ প্রার্থী ৪১ হাজার ৭৬২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।