কুমিল্লায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০১ জুন ২০১৫

কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপী `উপজেলা ডিজিটাল উদ্ভাবনী` মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার সুজাত আলী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. জাকির হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন প্রমুখ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত ডিজিটাল মেলায় ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রসহ প্রায় ৪০টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।