রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০১ জুন ২০১৫

পবিত্র রমজানে সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকগুলোতে লেনদেন হবে। তবে অফিস চলবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত।

পবিত্র রমজানে উপলক্ষে এভাবে ব্যাংক সূচি চুড়ান্ত করতে যাচ্ছে বাংলদেশ ব্যাংক। দু-এক দিনের মধ্যে নতুন সূচি চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন থেকে আদেশটি জারি করা হবে। রমজান মাসের পর অফিস ও লেনদেন আগের অবস্থায় ফিরে আসবে।

এদিকে, সোমবার সরকারি-আধা সরকারি ও সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সূচি চূড়ান্ত করেছে সরকার।

এএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।