মন্ত্রিসভায় ইসলামি ফাউন্ডেশনের নির্দেশনা নিয়ে আলোচনা
ইসলামিক ফাউন্ডেশনের জারি করা নির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভায়। মন্ত্রিসভার কয়েকজন সদস্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ‘চেয়ারে বসে নামাজ পড়া যাবে না’ বলে যে নির্দেশনা দিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় বিষয়টি নিয়ে কথা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ নিয়ে কথা বলেছেন। বৈঠকের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগের গতকাল রোববার ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগ থেকে জারিতে -চেয়ারে বসে নামাজ পড়াকে জায়েজ নয় বলে উল্লেখ করা হয়। মন্ত্রিসভার বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ওই ফতোয়ার বিষয়ে প্রথমে আলোচনা তোলেন বলে জানান সরকারের এক মন্ত্রি।
মন্ত্রিসভার ওই সদস্য বলেন, এ সময় অন্য কয়েকজন মন্ত্রীও বিষয়টি নিয়ে কথা বলেন। তারা সমালোচনা করে বলেন, ধর্মেই আছে যেভাবেই হোক নামাজ পড়তে হবে। যে যেমন করে পারে নামাজ পড়তে হবে। যিনি দাঁড়াতে না পারবেন তিনি বসে পড়বেন। বসতে না পারলে শুয়ে পড়বেন। ইসলামিক ফাউন্ডেশন এটা কোথায় পেল?
এ সময় প্রধানমন্ত্রী বলেন, এমনও দেখা গেছে উঠতে পারছেন না, তিনি শুয়ে নামাজ পড়ছেন, তাহলে তার নামাজ হবে না?
রোববার প্রচারিত ইফার গবেষণা বিভাগ জানায়, চেয়ারে বসে ফরয, ওয়াযিব ও মুয়াক্কাদা নামাজ আদায় বৈধ নয়। যেখানে একজন অসুস্থ ব্যক্তির জন্য খোদ শরিয়াহ আইনে সুবিধা মতো নামাজ আদায়ের অনেক বিকল্প পন্থা বলে দিয়েছে সেখানে সে সব বাদ দিয়ে অন্য নতুন বিকল্প পন্থা অর্থাৎ চেয়ারে বসে নামাজ আদায়ের বৈধতা দানের অবকাশ থাকে না।
এসএ/আরএস/আরআই