ফোরকান মল্লিকের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ


প্রকাশিত: ১১:০০ এএম, ০১ জুন ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর মির্জাগঞ্জের ফোরকান মল্লিকের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়। প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল যুক্তি উপস্থাপন করেন।

মামলার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এ সময় আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সালাম খান।
মঙ্গলবার আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শুরু হবে।

গত বছরের ১৮ ডিসেম্বর এই আসামির বিরুদ্ধে হত্যা-গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তরকরণ ও দেশান্তরকরণসহ ৫টি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে অভিযোগ গঠন করা হয়।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।