‘জঙ্গি’ সন্দেহে ভারতে আরও এক বাংলাদেশি গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:২৪ এএম, ১০ আগস্ট ২০১৭

ভারতে স্বাধীনতা দিবসের আগে সন্দেহভাজন ‘জঙ্গি’ হিসেবে আরও এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ওই বাংলাদেশির নাম রেজাউল আহমেদ। ভারতে থেকে প্রকাশিত ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, অনেক দিন ধরেই রেজাউলকে খুঁজছিল পশ্চিমবঙ্গ পুলিশ। ভারত থেকে নেপালে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের একটি বিশেষ টিম। পরে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

দেশটির পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার রেজাউল আহমেদ জঙ্গি সংগঠন আলকায়দার সদস্য। বিভিন্ন সন্দেহজনক কর্মকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ রয়েছে দিল্লি পুলিশের হাতে।

উল্লেখ্য, এক সপ্তাহের আগে ‘আনসারুল্লা বাংলা টিম’র সদস্য সন্দেহে বাংলাদেশি নাগরিক আবদুল্লাহকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। উত্তরপ্রদেশের জঙ্গি দমন শাখা এটিএস’র সন্দেহ, আবদুল্লাহ আল-কায়দার আদর্শে অনুপ্রাণিত বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

আরএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।