ইমরুলের চোখে ভারত ফেবারিট


প্রকাশিত: ০৫:২৪ এএম, ০১ জুন ২০১৫

ভারতের বিপক্ষে বাংলাদেশের  আসন্ন হোম সিরিজে কে ফেবারিট? ঘুরে ফিরে এই একটা প্রশ্ন বার বারই আসছে। উত্তরটা অবশ্য ক’দিন আগে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব দিয়েছেন। সাকিবের চোখে ভারত ফেবারিট হলেও রোববার সৌম্য বলেছেন ফেবারিট বাংলাদেশই। তবে ইমরুল কায়েস অনুসরণ করলেন সাকিবকেই। বাস্তবের জমিনে পা রেখে ভারতকেই ফেবারিট মানছেন এ বাঁহাতি ওপেনার।

সাম্প্রতিক পারফরম্যান্সে ভারতের বিপক্ষেও মাশরাফি বিন মুর্তজার দলকে এগিয়ে রাখছেন কেউ কেউ। তাদের সঙ্গে দ্বিমত রয়েছে ইমরুলের। রোববার মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের পর ইমরুল কায়েস বলেন, ফেভারিট আসলে তারা (ভারত)। আমরা ওয়ানডেতে ভালো খেলছি। সব বিভাগে যদি আমরা ভালো করতে পারি, তাহলে ভারতের বিপক্ষেও টেস্ট ও ওয়ানডেতে আমরা ভালো করতে পারবো। যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে আমরা ম্যাচ জিতব।

ইমরুল মনে করেন ভারতের চেয়ে পাকিস্তানের বোলিং লাইনআপ অনেক শক্তিশালী ছিল। তিনি বলেন, আমার মনে হয় ভারতের চেয়ে অনেক ভালো বোলিং লাইনআপ পাকিস্তান দলে। সে হিসেবে চিন্তা করলে ভারতের ব্যাটিং লাইনআপও অনেক শক্ত।

তবে বোলিংয়ে ভারতীয় দলও এখন অনেক ভালো করছে। মনে হয় স্পিন বা পেস নিয়ে আলাদা চিন্তার কিছু নাই। আমরা সবকিছু নিয়েই কাজ করছি।

১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। অবশ্য সেই ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেট চান ইমরুল। তিনি বলেন, শুধু আমি না, সবাই প্রত্যাশা করে যে, বাংলাদেশের উইকেট ব্যাটিং সহায়ক হবে। ব্যাটিং সহায়ক হলে ওরাও ভালো করবে, আমরাও ভালো ব্যাটিং করবো।

জেআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।